ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হজ্বযাত্রী পরিবহনে `একটু ঝুঁকি` নিলেন মন্ত্রী জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি.এম. কাদের বলেছেন, ‘এ বছর হজ্বযাত্রী পরিবহন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে একটু ঝুঁকি নিচ্ছি। কিন্তু এটি ভালো উদ্দেশে করা হচ্ছে।



তিনি বলেন, ‘এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঝুঁকিতে আছেন। ’

রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে হজ্ব সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ বছর হজ্বে যাওয়ার জন্য যে পরিমাণ আবেদন করা হয়েছে, তা একেবারেই অস্বাভাবিক। বাংলাদেশে যে হারে প্রতিবছর হজ্বযাত্রী বাড়ছে,  সে তুলনায় এ বছর তা খুবই অস্বাভাবিক। ’

প্রসঙ্গত, গতবছর বাংলাদেশ থেকে হজ্বে অংশ নেন ৫৩ হাজার। আর এ বছরের সে সংখ্যা হচ্ছে, ৯৩ হাজার ৯শ জন।

মন্ত্রী বলেন, ‘হজ্বের সময় রোহিঙ্গারা বাংলাদেশ থেকে সৌদি আরবে পাড়ি দিয়ে থাকে। এবারও সে কারণে হজ্বযাত্রীর সংখ্যা বেড়ে যেতে পারে। তবে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে। ’

তিনি বলেন, ‘এ বছর হজ্ব ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি টাস্কফোর্স ও মনিটরিং সেল গঠন করা হবে। ’

মন্ত্রী জিএম কাদের বলেন, ‘এত হজ্বযাত্রী পাঠানো কঠিন কাজ ছিল। কিন্তু অতি অল্প সময়ে তা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আশা করছি, হজ্ব ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা হবে না। যারা  হজ্বে যাবেন বলে মনস্থির করেছেন, তাদের কথা মাথায় রেখে এ আয়োজন করা হয়েছে। ’

এ সময় মন্ত্রী ছাড়াও বিমানসচিব শফিক আহমেদ মেহেদী, বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।