ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে বাসচাপায় রাজমিস্ত্রি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
নরসিংদীতে বাসচাপায় রাজমিস্ত্রি নিহত

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার ভাগদী এলাকার বাসচাপায় তবারক হোসেন তপু (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।  

রোববার (৬ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তবারক জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল বিরিন্দা গ্রামের মৃত মোজাফর মিয়ার ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তবারক বাড়ি থেকে নিজের পাসপোর্ট করতে নরসিংদী পাসপোর্ট অফিসের উদ্দেশে বের হন। পরে পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে তিনি মহাসড়ক পার হতে গেলে ঢাকাগামী যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ইটাখলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।