ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
বরিশালে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক আটকরা

বরিশাল: বরিশালে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটকরা হলেন- চোর চক্রের  মূলহোতা স্থানীয় আবুবক্কর সিদ্দিক (৪৫), মো. আক্কাস আলী (৪৩) ও মাদারীপুর জেলার চর্মগরিয়া গ্রামের নুর ইসলাম (৬৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সদর উপজেলার রাসেদুল ইসলাম রাহাত গত ২৩ অক্টোবর মোটরসাইকেল চুরি হয়েছে বলে র‌্যাবের কার্যালয়ে অভিযোগ জানান। এরপর র‌্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম ছায়া তদন্ত শুরু করে। পরে খুলনার দৌলতপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটকদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।