ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী হবে রেলওয়ের ৫ম ডিভিশন, চলছে উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
রাজবাড়ী হবে রেলওয়ের ৫ম ডিভিশন, চলছে উচ্ছেদ অভিযান

রাজবাড়ী: রেলের শহর হিসেবে খ্যাত রাজবাড়ী। রাজবাড়ী জেলায় বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন হবে।

পদ্মা সেতুর সুবাদে রাজবাড়ী থেকে রাজধানী ঢাকার রেল যোগাযোগ দ্রুতগামী হবে। সব্বোর্চ্চ ২ ঘণ্টার মধ্যে যাত্রীরা রাজবাড়ী থেকে ঢাকায় পৌঁছাতে পারবেন। রাজবাড়ীতে রেলওয়ের বৃহৎ আকারের ওর্য়াকশপ নির্মাণ হবে। দেশে এই মূহূর্তে চারটি রেলওয়ে ডিবিশন আছে। রাজবাড়ী হবে পঞ্চম রেলওয়ে ডিবিশন।  

বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে সাংবাদিদের এসব কথা জানান বাংলাদেশ রেলওয়ে ডিবিশনাল ম্যানেজার নূর মোহাম্মদ।  

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো. নূরুজ্জামান।  

অভিযানে রাজবাড়ী জেলা শহরের বিভিন্নস্থানে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।