রাজবাড়ী: রেলের শহর হিসেবে খ্যাত রাজবাড়ী। রাজবাড়ী জেলায় বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন হবে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে সাংবাদিদের এসব কথা জানান বাংলাদেশ রেলওয়ে ডিবিশনাল ম্যানেজার নূর মোহাম্মদ।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো. নূরুজ্জামান।
অভিযানে রাজবাড়ী জেলা শহরের বিভিন্নস্থানে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসআরএস