ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ পিস্তলসহ এনজিওর মালিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
অবৈধ পিস্তলসহ এনজিওর মালিক আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে বিদেশি অবৈধ পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

তিনি শিবগঞ্জ সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধনকৃত মধুমতি নামে একটি এনজিও এবং লাল সবুজের কণ্ঠ নামে অনিবন্ধিত একটি সংবাদ মাধ্যমের মালিক।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে চৌডালা সেতুর টোল ঘরের পাশ থেকে মাসুদকে আটক করা হয়। এসময় তার কাছে আমেরিকার তৈরি একটি পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। এ অস্ত্র ও গুলিগুলো তিনি বিক্রির জন্য বহন করছিলেন। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।  

এ ঘটনায় তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

এ ব্যাপারে লাল সবুজের কণ্ঠের প্রধান বার্তা সম্পাদক ও মধুমতি গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান জানান, প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতোই চলবে। এ ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।