ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪০০ কোটি টাকার চায়না জাল ধ্বংস

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
৪০০ কোটি টাকার চায়না জাল ধ্বংস

দোহার (ঢাকা): ঢাকার দোহার এলাকা থেকে প্রায় ৪০০ কোটি টাকার অবৈধ চায়না চাই জাল জব্দের পর সেগুলো ধ্বংস করেছে কোস্টগার্ড।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দোহার থানার লটাখোলা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এতে দুটি অবৈধ কারখানা ও আটটি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক আট লাখ পিস চায়না রিং চাই জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪০০ কোটি টাকা।

এসময় জালের প্রকৃত মালিকরা না থাকায় আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।