ব্রাহ্মণবাড়িয়া: প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তোলার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এর আগে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরএ