বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী ও গোপালগঞ্জ জেলাকে বিভক্তকারী মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে দেশের বিভিন্ন এলাকার ২৭টি নৌকার অংশগ্রহণে তিনটি ভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ শেষে সন্ধ্যায় প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা, রানার্সআপ দলকে ৬০ হাজার টাকা, তৃতীয় দলকে ৪০ হাজার টাকাসহ বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকেই পুরস্কার দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ।
এ সময় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শেখ হেলাল উদ্দিনের সহধর্মিনী রুপা চৌধুরী, সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরবি