ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে...

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে... নিহত শামিম ও ঘটনাস্থলের চিত্র

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শামিম (১৭) নামে এক তরুণের। গুরুতর আহত হয়েছেন সাজ্জাদ (১৯) নামে আরও একজন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের চাঁন মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম পৌর শহরের ষোল হাসিয়া এলাকার ১নং গলির হামিদুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

অন্যদিকে, গুরুতর আহত সাজ্জাদ স্থানীয় শামছুল হকের ছেলে।

খবরের সত্যতা নিশ্চিত করে পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান বলেন, আর্জেন্টিনার সমর্থক শামিম ও সাজ্জাদ বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে দু’জনেই বিদ্যুতের খুঁটি থেকে ছিটকে নিচে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শামিম মারা যায়।

অন্যদিকে, গুরুতর আহত সাজ্জাদকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এমএইউএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।