ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে টিলা কাটার দায়ে পাঁচজনের কারাদণ্ড

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
মৌলভীবাজারে টিলা কাটার দায়ে পাঁচজনের কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় প্রাকৃতিক টিলা ধ্বংস করে মাটি কাটার দায়ে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার হিনাইনগর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

অভিযানের সময় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হিনাইনগর গ্রামের ফেরদৌস আহমদের ছেলে কাওসার আহমদ, মৃত সোনাহর আলীর ছেলে আব্দুল লতিফ, আব্দুস শহীদের ছেলে জয়নুল আহমদ, আবুল কাশেমের ছেলে শাকিল আহমদ ও ময়নুল ইসলামের ছেলে সাজু ইসলাম।  

ভূমি মালিক কাওসার আহমদ শ্রমিকদের নিয়ে টিলা কেটে পার্শ্ববর্তী স্থান ভরাট করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, টিলা কাটার সময় ভূমি মালিকসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
বিবিবি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।