নেত্রকোনা: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে নেত্রকোনায় শুরু হয়েছে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
সোমবার (২১ নভেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
মেলা প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময় খরচ ও যাতায়াত হ্রাস করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াসহ সমৃদ্ধ, টেকসই, জ্ঞানভিক্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষেই এই মেলার আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নছো আশরাফ দিনাসহ অন্যরা।
মেলায় সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০টি স্টল বসেছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসআইএ