ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গি ছিনতাই: দায়িত্বে অবহেলার দায়ে ৫ পুলিশ বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
জঙ্গি ছিনতাই: দায়িত্বে অবহেলার দায়ে ৫ পুলিশ বরখাস্ত জঙ্গি ছিনতাই: দায়িত্বে অবহেলার দায়ে ৫ পুলিশ বরখাস্ত

ঢাকা: ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের এক পরিদর্শকসহ মোট পাঁচ জনকে বরখাস্ত করা হয়েছে৷ দায়িত্বে অবহেলার দায়ে তাদের বরখাস্ত করা হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশিদ।

বরখাস্ত পাঁচ পুলিশ সদস্য হলেন- পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতিউর  রহমান, উপ-পরিদর্শক (এসআই) (নি.) মো. নাহিদুর রহমান ভুইয়া, এটিএসআই মো. মহি উদ্দিন পাল, কনস্টবল মো. শরিফ হাসান ও কনস্টবল মো. আ. ছাত্তার।

হারুন অর রশিদ বলেন বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের আমরা নজরদারিতে রেখেছি। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই জঙ্গি আনা নেওয়ার ক্ষেত্রে একটা প্রটেকশন থাকে। গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেটি পুলিশের দায়িত্বে অবহেলার কারণেই ঘটেছে। আর এ কারণে ওই পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।