পটুয়াখালী: পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড হাফিজুর রহমান বলেছেন, জেলা পরিষদকে সকল জনপ্রতিনিধিদের মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুলে সকল উপজেলায় সমন্বিত ও টেকসই উন্নয়নে কাজ করা হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের "শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি" স্লোগান ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী সকল নির্দেশনা বাস্তবায়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবো।
সোমবার (২১ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার ও সদস্য বৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর সন্তান, ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
বাংলাদেশ সময়:১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএম