ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে সোয়া দুই কোটি টাকার স্বর্ণ জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
শার্শা সীমান্তে সোয়া দুই কোটি টাকার স্বর্ণ জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোলের শার্শার শালকোনা সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার শালকোনা সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়।  

পলাতক ব্যক্তি হলেন- শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শালকোনা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির গতিরোধ করা হয়। এসময় তিনি তার হাতে থাকা ব্যাগটি সরিষা ক্ষেতে ফেলে ভারতীয় সীমান্তে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। জব্দকৃত এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।  

জব্দকৃত স্বর্ণ শার্শা থানায় জমা দেওয়া হবে এবং পলাতক ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।