ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আমতলী উপজেলায় ৫ কোটি টাকা মূল্যের কৃষিযন্ত্রপাতি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
আমতলী উপজেলায় ৫ কোটি টাকা মূল্যের কৃষিযন্ত্রপাতি বিতরণ

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার ৫১ জন কৃষকের মধ্যে ৫ কোটি টাকা মূল্যের কৃষিযন্ত্রপাতি বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ৫১ জন কৃষকের মধ্যে ১৫টি কম্বাইন্ড হারভেস্টার ও ৩৬টি সিডার মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস ৭০ ভাগ ভতুর্কি মূল্যে ৫ কোটি ৪০ লাখ টাকার মেশিনগুলো বিতরণ করা হয়।

আমতলী উপজেলা পরিষদের মাঠে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ- আবু- জাহেরের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি (মেশিন) বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

এসময় বক্তব্য দেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম ও কৃষি সম্প্রসারণ কর্মকতা মো. রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ