ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজে সমৃদ্ধ না হলে, বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি সম্ভব নয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
নিজে সমৃদ্ধ না হলে, বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি সম্ভব নয়

ঢাকা: নিজে সমৃদ্ধ না হলে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া। সোমবার (২১ নভেম্বর) বিকেলে পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলার সাংবাদিকদের দুই দিনব্যাপী (২০-২১ নভেম্বর) অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান যুগের সঙ্গে সাংবাদিকদের তাল মিলিয়ে চলতে দক্ষ মানব সম্পদ গঠনের ওপর আলোচনা করেন। স.ম. গোলাম কিবরিয়া আরও বলেন, সাংবাদিকতা পেশা দিনদিন কঠিন হয়ে যাচ্ছে। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে এটা পরিবর্তন ও পরিমার্জন এমনকি পরিবর্ধনও হচ্ছে।

সাংবাদিকতার গুণগত মানবৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির জন্য নিউজ সেন্সের ওপর গুরুত্ব দেন। এছাড়া অনুধাবন করার মতো যোগ্যতা যার যত বেশি, তার অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির সক্ষমতা তত বেশি বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রতিবেদন বা ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের গুরুত্ব সব সময় একই থাকে। অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে একজন প্রতিবেদককে কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে তার কৌশল ও করণীয় বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেন।

অনুষ্ঠানে সাংবাদিকতার একাল সেকাল নিয়ে আলোচনা করেন পিআইবির মহাপরিচালক। প্রতিষ্ঠানটির কনিষ্ঠ প্রশিক্ষক মো. শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে সিরাজগঞ্জ জেলার ২৮ জন সাংবাদিক অংশ নেন।

এছাড়া ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য পিআইবির সেমিনার কক্ষে (রোববার ও সোমবার) দুই দিনব্যাপী অপর একটি সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল প্রধান অতিথি হিসেবে এবং পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সভাপ্রধান হিসেবে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। কর্মশালায় পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর পরিচালনায় ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩৫ জন সাব-এডিটর (সহ-সম্পাদক) অংশ নেন। -প্রেসবিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।