ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে ফাইবা (৪) নামে এক শিশু মারা গেছে। আরেক শিশু রাফিকে (৫) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ত্রিশাল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাইবা চরপাড়া এলাকার ব্যবসায়ী মুঞ্জরুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু বকর সিদ্দিক।

স্থানীয় সাংবাদিক মোস্তাফিজ নোমান জানান, বিকেলে বসতঘরের পাশে পুকুর পাড়ে খেলা করছিল ফাইবা ও রাফি। এ সময় অসাবধানতায় তারা পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের না দেখে খুঁজতে থাকেন। এ সময় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুকে ভাসতে দেখেন প্রতিবেশী এক যুবক।  

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাইবাকে মৃত ঘোষণা করেন। রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। রাফির চিকিৎসা চলছে। সে আগের চেয়ে ভালো আছে।  

বাংলাদেশ সময়: ২৩০৩, নভেম্বর ২১, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।