রংপুর: দেবর-ভাবির রাজনৈতিক দ্বন্দ্বে রংপুর সিটি করপোরেশন জাতীয় পার্টি থেকে হাতছাড়া হওয়ার শঙ্কা জেগেছে।
নির্বাচনকে সামনে রেখে গত ১৫ নভেম্বর জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এবার রওশন এরশাদের পক্ষের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র ও জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মানিক।
মঙ্গলবার ( ২২ নভেম্বর) সকালে রংপুর নির্বাচন কমিশন কার্যালয় থেকে আব্দুর রউফ মানিকের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সোহেল আহমেদ লিটন।
তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে রওশন এরশাদের পক্ষে মনোনয়ন পেয়েছেন আব্দুর রউফ মানিক। তিনিই রসিক নির্বাচনে লাঙ্গল প্রতীক পাবেন।
অন্যদিকে বিধি অনুযায়ী তিনিই লাঙ্গল প্রতীক পাবেন বলে দাবি করেন বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এদিকে জাতীয় পার্টি থেকে দুই প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা।
তাদের দাবি, দেবর-ভাবির দ্বন্দ্বে রংপুর সিটি করপোরেশন জাতীয় পার্টি থেকে হাত ছাড়া হওয়ার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএএইচ