ঝালকাঠি: জমি সরকারের, দখলে আছে স্থানীয় এক ব্যক্তির। সেই জমিতে পাকা ও আধাপাকা ভবন তৈরি করছেন প্রভাবশালী ওই দখলদার।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে রফিকুল ইসলাম সাগর নামে এক ব্যক্তি ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত দখলদার হলেন- নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম আর তৌহিদ ও তার ভাইয়েরা।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্র, হাইস্কুল রোড এলাকায় জেএল ৪৩, নলছিটি মৌজার ১নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছেন ওই দখলদার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অনেকবার নিষেধ করলেও তৌহিদ গং শোনেনি। এমনকি প্রতিবাদকারীদের গালাগাল ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় তারা।
সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে তৌহিদ বলেন, আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কারও জমি দখলের সঙ্গে জড়িত নয়।
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, এখন পর্যন্ত অভিযোগ দেখিনি, অভিযোগ দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
জেডএ