পাবনা: পাবনা জেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন ভবনের সদর উপজেলার সার্ভার কক্ষে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
এতে ওই কক্ষে থাকা ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।
রোববার (২০ নভেম্বর) দুপুরে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনা জেলা নির্বাচন কর্মকর্তারা।
এই ঘটনায় সদর থানায় চুরির বিষয় অবহিত করেছেন পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ।
তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের পর এই চাঞ্চল্যকর চুরির ঘটনার তিনদিন পেরুলেও এখনো কোন কুল-কিনার করতে পারেনি গোয়েন্দা টিম ও পুলিশ সদস্যরা।
পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সিরাজগঞ্জ থেকে আসা ফরেনসিক ক্রাইম ইউনিটের একটি দল তদন্ত করেছেন। এখনও ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি তারা।
সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে শনিবার রাতের কোন এক সময়ে ভবনের পেছনের জানালার গ্রিল কেটে চোর কক্ষে প্রবেশ করে। এবং ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
দুদিন সাপ্তাহিক ছুটি শেষে রোববার অফিস খুলে চুরির বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জানাজানি হয়।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএএইচ