ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
ফেনীতে যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময়

ফেনী: ফেনীতে যক্ষ্মা প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় সভা হয়।

 

নাটাব ফেনী জেলার সভাপতি অধ্যাপক আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত চিকিৎসার মাধ্যমে যক্ষা ভালো হয়। এক সময় ‘যক্ষা হলে রক্ষা নাই’ এমন স্লোগান থাকলেও এখন তা ‘যক্ষা ভালো হয়’।  

বক্তারা আরও বলেন, ফুসফুসে যক্ষার প্রধান লক্ষণ হলো এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষা সম্পূর্ণ ভালো হয়। কারও যক্ষা হলে কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে জেলার ৩০ জন সাংবাদিক অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএইচডি/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।