নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নকল সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘবাড়ী এলাকায় অবস্থিত ‘বিএম অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি ভোজ্যতেলের কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, কারখানাটি কোনো নিয়ম না মেনে অস্বাস্থ্যকরভাবে ভোজ্যতেল বিএম নামে বোতলজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিল। কারখানার ছিল না বিএসটিআইয়ের অনুমোদন, নেই উপযুক্ত ল্যাব ও কেমিস্ট। ব্যবহার করা হচ্ছিল নষ্ট যন্ত্রপাতি। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ লেখা থাকলেও যা পরীক্ষিত নয়। শিশু শ্রমিক নিয়োগসহ অনেক অনিয়ম দেখা যায় এ কারখানায়। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত কারখানিটি সিলগালাসহ এর স্বত্ত্বাধিকারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমআরপি/এসএ