ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

রংপুর: রংপুরের মিঠাপুকুরে তিন ইটভাটায় অভিয়ান চালিয়ে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান।

এসময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় রংপুর ও জেলা পুলিশ তাকে সহযোগীতা করেন।  

ভ্রম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় মেসার্স টি এম বি ব্রিকস, মেসার্স এফ আই এফ ব্রিকস এবং সম্রাট ব্রিকস এন্ড সিরামিকস নামক তিনটি ইটভাটাকে ইট ভাটা স্থাপন ও ভাটা (নিয়নন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।  

ভ্রম্যমাণ আদালতের নেতৃত্ব দেয়া রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান জানান, অবৈধ ভাবে গড়ে উঠা সব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।