ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে জিয়া পরিষেদের নতুন কমিটির পরিচিতি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
বাকৃবিতে জিয়া পরিষেদের নতুন কমিটির পরিচিতি সভা

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জিয়া পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন প্রফেসর ড. আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. সামছুল আলম ভূঞা।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সংলগ্ন একটি হল রুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ সভা করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তারা উৎসবমুখর পরিবেশে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেন।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুল কুদ্দুছ। এছাড়া প্রফেসর ড. মো: সামছুল আলম ভূঞার সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন কৃষিবিদ প্রফেসর ড. একেএম ফজলুল হক ভূইয়া, প্রফেসর ড. মুহাম্মদ হেলাল উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।

এর আগে গত ৫ নভেম্বর জিয়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল কুদ্দুছ এবং মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন আগামী ৩ (তিন) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।