ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬০ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
৬০ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন দুর্ভোগের অপর নাম বিমানবন্দর সড়ক- ফাইল ছবি

ঢাকা: যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করেছে বিআরটি।

বিআরটির প্রকল্প পরিচালক এ, এস, এম, ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে রোববার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এজন্য বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত উক্ত করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।