ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেজাল খাদ্য: গাইবান্ধায় একটি বেকারি সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
ভেজাল খাদ্য: গাইবান্ধায় একটি বেকারি সিলগালা

গাইবান্ধা: গাইবান্ধায় ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন-বিক্রয়ের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের কুটিপাড়া এলাকার মিতালীর বাজারে এ অভিযান পরিচালনা করেন , জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

প্রতিষ্ঠানটি অন্য কোম্পানির মোড়ক ব্যবহার করে নকল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রয় করে আসছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার দায়ে নিউ বিসমিল্লাহ ফুডকে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন এবং গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।