ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার, যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার, যুবকের কারাদণ্ড

পঞ্চগড়: পঞ্চগড়ে এক ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহারের দায়ে ফারুক হোসেন (৩২) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সদরের ৮নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে এ শাস্তি দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।

সাজাপ্রাপ্ত ফারুক একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের দোমনী সরকারপাড়া গ্রামের দুলু ইসলামের ছেলে।

জানা যায়, দুপুরে ধাক্কামারা ইউনিয়ন পরিষদে এক ব্যক্তির টিসিবির কার্ডের জন্য চেয়ারম্যানের কাছে সুপারিশ করতে যায় ফারুক। ইউপি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে টিসিবি পণ্যকে কেন্দ্র করে চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের  সাথে দুর্ব্যবহার করেন তিনি।  

চেয়ারম্যান এসময় ওই যুবককে গ্রাম পুলিশ দিয়ে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।  

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুল হক ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

যুবক ফারুককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

এসময়  উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগণ, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্ট, নভেম্বর ২৩, ২০২২
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ