ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইসলামপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
ইসলামপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের ইসলামপুর পৌর শহরের পাথরঘাট এলাকায় বাইপাস সড়কে ট্রাকচাপায় মো. আশিক (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক একই শহরের ব্যাপারী এলাকার ভেঙ্গু ব্যাপারীর ছেলে।  

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, আশিক বাইপাস সড়কে হাঁটছিল। এ সময় ঢাকাগামী একটি মালবাহী ট্র্রাকচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।