ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রংপুরে বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
রংপুরে বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা

রংপুর: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী। এর আগে মঙ্গলবার রাতে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে রাতেই এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।  

মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।