ফেনী: ফেনীতে কোমরে দড়ি বেঁধে আদালতে সোপর্দ করা সেই সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৩নভেম্বর) ফেনীর যুগ্ম জজ আদালতের বিচারক মোহাম্মদ রোকন উদ্দিন কবিরের আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
পরে বিকেল সাড়ে ৪টায় সাংবাদিক এসএম ইউসুফ আলী ফেনী জেলা কারাগার থেকে মুক্ত হলে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান গণমাধ্যমকর্মীরা।
এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে দাগনভূঞাঁ উপজেলার গজারিয়ায় গ্রামের নিজ বাড়ি থেকে ফেনীর সাবেক বিতর্কিত পুলিশ সুপার জাহাঙ্গীরের ‘গায়েবি মামলায়’ গ্রেফতার হন সাংবাদিক ইউসুফ। পরে পুলিশ তাকে টেনে-হিঁচড়ে কোমরে দড়ি বেঁধে আদালতের সোপর্দ করে।
জেলগেটে সাংবাদিক ইউসুফ আলীকে ফুলের মালা দিয়ে বরণ করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, এসএ টিভির প্রতিনিধি মাইনুল রাসেল, যমুনা টিভির প্রতিনিধি আরএম আরিফুর রহমান, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঞাঁ, বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি এবিএম নিজাম উদ্দিন,স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, আঁচল সম্পাদক শাহিদা সাম্য লীনা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসএইচডি/এসএ