ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
ফরিদপুরে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

ফরিদপুর: ফরিদপুরে বোয়ালমারী উপজেলার নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকার আব্দুল লতিফ মোল্লার স্ত্রী।

 

বুধবার (২৩ নভেম্বর) সকালে ওই গৃহবধূর স্বামী আব্দুল লতিফ মোল্লা ফরিদপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

লতিফ মোল্লা বলেন, গত ৮ নভেম্বর ফরিদপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে তাকে (নাজমা) আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ১৫ দিন কেটে গেলেও তাকে আর খুঁজে না পাওয়ায় আতঙ্কে রয়েছেন তিনি। এ ব্যাপারে এলাকায় তিনি মাইকিংও করেছেন।  

তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় একটি জিডি করেছে। ওই নারীর সন্ধানে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।