ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় র্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে দুইজন ভুয়া র্যাবকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যরা। আটকরা র্যাবের জ্যাকেট পরিহিত ছিলেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. সেলিম (৩২) ও মো. তৌহিদ (২৯)।
আটকের সময় তাদের কাছ থেকে ১ টি র্যাব লেখা জ্যাকেট, ১ জোড়া হ্যান্ডকাফ, ১ টি বাঁশি, ১ টি মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক বলেন, প্রথমে আটকরা র্যাবের এসআই বলে নিজেদের পরিচয় দেন। পরবর্তীতে তাদের কথাবার্তা সন্দেহ হলে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানান- প্রতারণার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় র্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতেন তারা।
তিনি বলেন, র্যাবের পোশাক ব্যবহার করে র্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তাদের মূল কাজ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
পিএম/জেডএ