ঢাকা: সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় ইব্রাহিম খলিল মাহাদী (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ের এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিম খলিল মাহাদী উত্তরখান থানার সাব-ইন্সপেক্টর ফজলুর রহমানের ছেলে। পরিবারের সঙ্গে সে আশুলিয়ার কুটুরিয়ার নিপন হাউজিংয়ে বসবাস করত। সে শ্রীপুর এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে মাদরাসা থেকে বাড়িতে যাচ্ছিল ইব্রাহিম। নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি মাছের পানিতে স্লিপ করে। ফজলুর রহমান ছিটকে সড়কের বাইরে পড়লেও ইব্রাহিমকে পেছনে থাকা একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০২২
এসএফ/এমএইচএস