ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ, ২ পুলিশ বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ, ২ পুলিশ বরখাস্ত

ভোলা: ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নোমান (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

বরখাস্ত দু’জন হলেন- দৌলতখান থানার কনস্টেবল রাসেল ও সজিব।  

নিখোঁজ নোমান ওই উপজেলার চরখলিফা  ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার কালাম বেপারীর ছেলে। তিনি পাতারখাল মাছ ঘাটে কাজ করেন।  

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন  মেঘনা নদীর পাড়ে জুয়ার আসরে হানা দেয় দৌলতখান থানা পুলিশ। সে সময় পুলিশের  উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দেন। এতে নোমান নিখোঁজ হন। পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ যুবকের সন্ধান পায়নি।  

ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া খেলছিল বেশ কয়েকজন। এ সময় পুলিশকে দেখে তারা দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এর মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারেননি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।  পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।