ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাল ভিসা-পাসপোর্টে মানব পাচার করতেন তিনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
জাল ভিসা-পাসপোর্টে মানব পাচার করতেন তিনি গ্রেফতার ব্যক্তি

ঢাকা: জাল ভিসা ও কানাডিয়ান পাসপোর্ট তৈরি করে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের দায়ে মাসুম আহমেদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (২৫ নভেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি জানান সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিটের পরিদর্শক মো. আছলাম আলী।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের মজুমদার পাড়া টিএনটি কলোনি এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করা হয়। তিনি মানবপাচার চক্রের অন্যতম সদস্য।

তিনি আরও বলেন, মাসুমসহ চক্রের সদস্যরা কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল পাসপোর্ট তৈরি করে নিরীহ মানুষদের উন্নত জীবন যাপনের প্রলোভন দেখাতো এবং অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করত।

তার বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।