ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে নবান্ন উৎসব পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
বরিশালে নবান্ন উৎসব পালিত

বরিশাল: বরিশালে নবান্ন উৎসব পালন করেছে মাতুয়া সম্প্রদায়। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের নতুন বাজার বিভাগীয় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির অমৃত অঙ্গনে বরিশাল ও ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এ নবান্ন উৎসব পালন করা হয়।

উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণে ছিল বিভিন্ন আয়োজন। এ উপলক্ষে মতুয়া মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মতুয়া মন্দির চত্বরে এসে শেষ হয়। এরপর ধর্মীয় আলোচনা উপভোগ ও মহাপ্রসাদ গ্রহণ করেন তারা।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।