ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
রংপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

রংপুর: রংপুর নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  রোববার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর ধাপ সাগরপাড়ার লেক সিটি পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল নগরীর উত্তম উত্তরপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, এদিন দুপুর ১টার দিকে নগরীর ধাপ সাগরপাড়ায় লেক সিটি পার্কের নির্মাণাধীন একটি ভবনের ৬ তলায় কাজ করছিলেন আশরাফুল ও চাঁন মিয়া।  এ সময় অসতর্কতাবশত কাজ করতে গিয়ে পা পিছলে ভবনের নিচে পড়ে যান তারা। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
ইউজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।