ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় পুকুরের পানিতে ডুবে হেদায়েত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্যা নামের এক ব্যক্তির বাড়িতে যায় হেদায়েত। প্রতিবেশীরা এসময় হেদায়েতকে একটা রুটি দেয়। আর হেদায়েতের মা ওই বাড়ির নারীদের সঙ্গে কথা বলছিলেন। একসময় ছেলেটি মায়ের অজান্তে পাশের পুকুরে ডুবে যায়।
এলাকাবাসী পুকুরে জাল ফেলে ও ডুব দিয়ে হেদায়েতকে উদ্ধারে ব্যর্থ হয়। খবর দিলে ৫ ঘণ্টার চেষ্টায় সালথার ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিস দুপুর ১টার দিকে পুকুর থেকে হেদায়েতের মরদেহ উদ্ধার করে।
সালথা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, শিশু হেদায়েত পানিতে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি। পরে ফরিদপুর জেলা কর্মকর্তার মাধ্যমে দ্রুত মাদারীপুর ফায়ার সার্ভিসের উদ্ধার (ডুবুরী) কর্মীদের পাঠান। তারা এসে পুকুর থেকে দ্রুত সময়ের মধ্যেই হেদায়েতেরর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএ