ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আসমা খাতুন (১৯) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে মিরপুর ডিওএইচএস ১০ নম্বর রোডের একটি ৮ তলা ভবনের দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, সংবাদ পেয়ে মিরপুর ডিওএইচএস-এর ওই বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটের গেস্টরুম থেকে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল তার দেহ।

এসআই তোফায়েল আরো জানান, গৃহকর্তা মাহবুবুল আলমের বাসায় ছয় মাস যাবৎ গৃহপরিচারিকার কাজ করতো। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বৈশবৈট্টা গ্রামে। বাবার নাম আব্দুল মোতালেব।

তিনি আরো জানান, গত কয়েক মাস আগে আশিকুর নামে এক ছেলেকে বিয়ে করেন আসমা। স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।