ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় আহত বদরুল আলম (৩৫) মারা গেছেন।

সোমবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই ছোট ভাই জহিরুল আলম।

তিনি জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। গাজীপুরের মাওনায় একটি সিকিউরিটি কোম্পানির সুপারভাইজার হিসেবে চাকরি করতেন বদরুল। রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাকে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মেহেদী হাসান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেলগেটে কমলাপুরগামী একটি ট্রেনে ধাক্কায় আহত হন তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।