ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন- মো. নয়ন (২২) ও মো. সুমন (২৯)।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ এর অধিনায়ক (সিও) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (২৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুণ্ডা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাই অটোরিকশা কেনাবেচার সময় চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা এর আগেও বিভিন্ন অটোরিকশা চুরি করেছে। তারা কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিতো বলে জানা যায়।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসজেএ/আরবি