চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় পানিতে ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। একটি যাত্রীবাহী ট্রলার মাছ ধরার ট্রলারকে ধাক্কা দিলে তিনি নদীতে পড়ে যান।
সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম শাহাবুদ্দিন প্রধানিয়া (২২)। তিনি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চলের প্রধানিয়া কান্দির বাচ্চু প্রধানিয়ার ছেলে।
জানা গেছে, যাত্রীবাহী ট্রলারটি শহরের পুরানবাজার ভুঁইয়ার ঘাট থেকে এবং মাছ ধরার ট্রলারটি মাছঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় মোহনা এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের লিডার প্রণব বড়ুয়া বাংলানিউজকে বলেন, ঘটনার পরপরই আমাদের তিনজন ডুবুরি নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধ্যান পাওয়া যায়নি। যে স্থানে তিনি নিখোঁজ হয়েছেন সেখানে গভীরতা ২৫০ ফুট এবং খুবই খরস্রোতা।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জেডএ