ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলেট: সিলেটে জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  

সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।

 

সিলেটে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ভুল বুঝাবুঝি সৃষ্টি হলে আজ রাতে বাজুস নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।  

এসময় বাজুস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, সাবেক সভাপতি এনামুল হক খান দোলন, সহ-সভাপতি গুলজার আহমেদ, সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, উপদেষ্টা রুহুল আমিন রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য রিপনুল হাসান।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।