ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাপায় পাউবোর অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
অটোরিকশার চাপায় পাউবোর অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় বজলুল হক (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জকসিন পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

বজলুল হক জেলার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন দিঘিরপাড় এলাকার বাসিন্দা। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং জকসিন পূর্ব বাজার জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, বজলুল হক জকসিন পূর্ব বাজার জামে মসজিদে এশার নামাজ পড়তে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এসময় সিএনজিটি উল্টে গিয়ে তাকে পুনরায় চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।