ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবশেষে হতভাগিনী রিনার পচনধরা পায়ে অপারেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
অবশেষে হতভাগিনী রিনার পচনধরা পায়ে অপারেশন

ফরিদপুর: বাংলানিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে অপারেশন করা হলো পচন ও পোকাধরা রিনা নামের সেই হতভাগিনীর পায়ে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে এই অপারেশন করা হয়।

 

বিকেলে অপারেশনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন হাসপাতালটির অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডা. মুহাম্মদ এ হাসান।

তিনি বলেন, সকাল ৮টায় পায়ের অপারেশনের জন্য রিনাকে ওটিতে নেওয়া হয়। সকাল ১১টায় অপারেশন সাকসেস হয়। অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. মো. আব্দুল বনি আহসানের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ অপারেশনের উদ্যোগ নেন। টিমের অন্য চিকিৎসকরা হলেন- ডা. সেলিম, ডা. সায়েম ও ডা. শাহিন জোয়ার্দারসহ আরও কয়েকজন।  

ডা. মুহাম্মদ এ হাসান বলেন, রিনা এখন অনেকটা শঙ্কা মুক্ত। তাকে প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয়েছে।  

তবে তাকে দেখাশোনার জন্য একজন লোক দরকার এবং তার পা সেরে উঠলে মানসিক চিকিৎসার প্রয়োজন বলেও জানান এ চিকিৎসক।  

এ ব্যাপারে হাসপাতালটির পরিচালক ডা. এনামুল হক বাংলানিউজকে বলেন, রিনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।

এর আগে গত ২৪ নভেম্বর ‘পচন ধরেছে রিনার পায়ে, বাসা বেঁধেছে পোকাও!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলানিউজ। সংবাদটি প্রকাশের পরপরই নড়েচড়ে বসে বিএসএমএমসি হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে (রিনা) তড়িঘড়ি করে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম গঠন করা হয়। পরে মঙ্গলবার (২৯ নভেম্বর) হাসপাতালে তার পায়ের অপারেশন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।