ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ট্রলির ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
দামুড়হুদায় ট্রলির ধাক্কায় বাইকার নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উজেলায় ট্রলির ধাক্কায় বজলুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেলআরোহী  নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন হীরা খাতুন (২৮) নামে মোটরসাইকেলের আরেক আরোহী।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান সদর উপজেলার বড় শলুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহত হীরা খাতুন দর্শনা পৌরসভার রামনগর এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী। তাকে উদ্ধার করে দামুড়হুদা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

পুলিশ জানায়, বিকেলে পূর্বপরিচিত হীরাকে নিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন বজলুর রহমান। এসময় ডুগডুগি গ্রামের হাউলি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বজলুর রহমান। এসময় আহত হন হীরা।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান জানান, দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।