ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অলিম্পিক

টানা তিন আসরে স্বর্ণ জিতে জিনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
টানা তিন আসরে স্বর্ণ জিতে জিনের ইতিহাস ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম শ্যুটার হিসেবে টানা তিনটি অলিম্পিক আসরের একই ইভেন্টে স্বর্ণ জয়ের ইতিহাস গড়েছেন জিন জং-ওহ। চলমান রিও অলিম্পিকে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ জিতেছেন ৩৬ বছর বয়সী এ দক্ষিণ কোরিয়ান শ্যুটার।

এর আগে ২০০৮ সালে বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকেও পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণ জেতেন জিন। ২০০৪ সালে গ্রিসে অনষ্ঠিত এথেন্স গেমসে রুপা জিতেছিলেন।

ভিয়েতনামের সুয়ান ভিন হোয়াংকে পেছনে ফেলে সেরার আসনে বসেন জিন। সব মিলিয়ে তার অলিম্পিক পদক সংখ্যা এখন ৬টি।

জিন-হোয়াংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় উত্তর কোরিয়ার কিম সং-গুককে।

উল্লেখ্য, রুপা জেতা হোয়াং ১০ মিটার এয়ার পিস্তলে ভিয়েতনামকে প্রথম অলিম্পিক স্বর্ণ এনে দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ