ঢাকা: স্বর্ণ দিয়ে উদযাপন করেই বিদায় নিলেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। দলগত ইভেন্টে ৪০০ মিটার রিলেতে যুক্তরাজ্যকে হারিয়ে শেষ পর্যন্ত সেরা হয়েছে ফেলপসের দেশ যুক্তরাষ্ট্র।
এদিন তৃতীয় ল্যাপে পিছিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তবে ফেলপস নেমেই দলকে এগিয়ে দেন। পরে শেষ সতীর্থ নাথান অ্যাড্রিয়ান জয় দিয়ে শেষ করেন।
এবারের রিও অলিম্পিকে ৩১ বছর বয়সী ফেলপস দুটি ব্যক্তিগত ও তিনটি দলীয় স্বর্ণ জিতেছেন। লন্ডনে গত অলিম্পিকেও চারটি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে আটটি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।
শুধুমাত্র গতকাল নিজের ‘প্রিয়’ ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাইতেই পারেননি ফেলপস, রুপা জিতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে সেই আক্ষেপ আজ ঘোচালেন দলগত সোনার পদক দিয়ে।
রিও অলিম্পিকের পর ক্যারিয়ার টেনে নেবেন না বলে আগেই জানিয়েছিলেন ফেলপস। মহাতারকার বিদায়টা তাই হাসিমুখেই শেষ হলো।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৬
এমএমএস