ঢাকা: পৃথিবীর দ্রুততম মানবী হিসেবে শিরোপা জিতলেন জ্যামাইকান স্প্রিন্টার এলেইন টম্পসন। রিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন ২৪ বছর বয়সী টম্পসন।
এই ইভেন্টে হ্যাটট্র্রিক শিরোপা জেতার লক্ষ্যে নামা আরেক জ্যামাইকান শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন। আর দ্বিতীয় হয়ে রুপা জেতেন যুক্তরাষ্ট্রের টরি বোয়ি।
স্বর্ণ জিততে টম্পসন সময় নেন ১০.৭১ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের টরি বোয়ির টাইমিং ছিল ১০.৮৩ সেকেন্ড। আর দুইবারের চ্যাম্পিয়ন ফ্রেজার-প্রাইস ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।
এর আগে ২০০৮ এবং ২০১২ সালের অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন ফ্রেজার-প্রাইস। ২৯ বছর বযসী এই তারকা স্প্রিন্টার টপকে যান ২০১৫ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে শিরোপা জেতা নেদারল্যান্ডসের ডাফনি শিপার্সকে। ডাচ এই স্প্রিন্টার সেবার ১০০ ও ২০০ মিটারে শিরোপা জিতলেও অলিম্পিকের এই আসরে হয়েছেন পঞ্চম।
চতুর্থ হন ফ্রেজার-প্রাইসের সঙ্গে টাইমিং (১০.৮৬ সেকেন্ড) করা আইভোরি কোস্টের ম্যারি হোসে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৬
এমআরপি