ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অলিম্পিক

পদক তালিকায় দ্বিতীয় হওয়ার লড়াই!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
পদক তালিকায় দ্বিতীয় হওয়ার লড়াই! ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে পদক জয়ের তালিকায় সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। তাই আসরে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে এখন ব্যস্ত যুক্তরাজ্য ও চীন।

যদিও দ্বাদশ দিন শেষে চীনকে পেছনে ফেলে দ্বিতীয়তেই রয়েছে

২০০৪ এথেন্স অলিম্পিক থেকে স্বর্ণ ও মোট পদকের যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনই জায়গা করে নিয়েছে। আর পরেরবার ২০০৮ বেইজিং অলিম্পিকে ঘরের মাঠে হওয়ায় আসর শেষে শীর্ষেও থেকেছিল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি।

কিন্তু এবারের অলিম্পিকে প্রথমে মার্কিনিদের সঙ্গে তাল মিলিয়ে চললেও মাঝে এসে নিজেদের খুঁজে পাচ্ছে না চীন। তাইতো এখন দ্বিতীয় অবস্থান নিশ্চিত করাই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

শীর্ষ দশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের পরে রয়েছে রাশিয়া, জার্মানি, জাপান, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া।

স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকা শীর্ষ ১০ দলের পদক তালিকা দেওয়া হলো:

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ